Sunday, March 13, 2016

৯৫ তলা থেকে ঝাঁপ দেন বছর চল্লিশের এক ব্যক্তি!

প্রতিদিনের মতোই ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটছিলেন সকলে। হঠাৎ চোখে পড়ল, দ্রুত বেগে আকাশ থেকে নামছে একটি বস্তু। প্রথমে অনেকে ভেবেছিলেন, ভিন্‌গ্রহী বুঝি!‌ পরে দেখা গেল, প্যারাসুটে ঝুলে নেমে আসছে আস্ত একটি মানুষ। এমনই আজব দৃশ্যের সাক্ষী রইল সেন্ট থমাস স্ট্রিট। ওর পাশেই রয়েছে লন্ডনের উচ্চতম বহুতল ‘‌দ্য শার্ড’‌। শনিবার সকালে ১০১৬ ফুট উঁচু ৯৫ তলা ওই বহুতল থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন বছর চল্লিশের এক ব্যক্তি।


এরপর উড়তে উড়তে তিনি গিয়ে নামেন সেন্ট থমাস স্ট্রিটে। আকাশ থেকে আচমকা মানুষ নামতে দেখে অনেকেই পুলিশে খবর দেন। কিন্তু হাওয়ার ঠেলায় প্যারাসুট কোথায় গিয়ে নামবে, তা বুঝতে বুঝতেই স্টান্টম্যান রাস্তায় নেমে প্যারাসুট ফেলে চম্পট দেন। পুলিশ তাড়া করলেও তিনি ততক্ষণে মিশে গেছেন টিউব স্টেশনের ভিড়ে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, যে বেগে উনি নামছিলেন, তাতে কোথাও প্যারাসুট আটকে গেলে মৃত্যু অনিবার্য ছিল।
কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি মাটিতে অবতরণ করেন। আপাতত অজ্ঞাতপরিচয় ওই স্টান্টম্যানের খোঁজে তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।

1 comment:

  1. ভার্জিন মেয়ে চিনতে হলে আমার সাইটে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz

    ReplyDelete